শূন্যে বেঁধেছি ঘর (অনু-১১)    
           --জগদীশ চন্দ্র মণ্ডল


একুশ ফাগুন কেটে গেল আজ
শূন্যে বেঁধেছি ঘর,
তুমি আর আমি এত দূরে তবু
কেউ নই কারো পর।


             তৃষ্ণার্ত বুকে
                --জগদীশ চন্দ্র মণ্ডল


অনন্ত তৃষ্ণা বুকে নিয়ে তাকিয়ে আছি
দখিনের বাতায়ন খুলে
জুঁই ফুলের ঘ্রাণ আর জোছনা মাখা
এলোকেশী সৌন্দর্যে
তোমার আগমনের প্রত্যাশায়--
কুড়িটি বসন্ত কেটেছে যেভাবে--


এই প্রথম বিবর্ণ হয়ে গেল কোন বসন্ত
বৈশাখী ঝড় নিরুদ্দেশ
চৈত্রের নিদাঘে দখিনা মলয় বয়ে আনে
শুধুই লাশের গন্ধ
লাপাত্তা তোমার ক্ষুধাহরা সুধা
চাতকের মতো বুভুক্ষু হৃদয় চায়
এক পশলা স্বচ্ছ ফটিক জল
স্বজনের আহাজারি আর উৎকট লাশের গন্ধে
ভারি হয়ে গেছে জ্বালাময়ী রোদ
চাই কালবোশেখী প্রচন্ড ঝড়
নিমেষে উড়িয়ে নিয়ে যাক ঝাঁঝালো রোদ্দুর
সাগরের নোনা জলে বয়ে আনুক
সতেজ নির্ভেজাল ভালোবাসা
দখিনের বাতায়ন আন্দোলিত হোক
জুঁইয়ের গন্ধমাখা তোমার নিক্কন ধ্বনিতে
মায়াবী জোছনা লুটোপুটি খাক


আমার তৃষ্ণার্ত বুকে--


২৮/০৪/২০২১ ইং