ঘুম থেকে আজ উঠেই দেখি
সূর্য করছে রাজ,
নেই তো কোথাও মেঘ গুড় গুড়
পড়ছে না তো বাজ।


গোমড়ামুখো আকাশটা আজ
করছে যে ঝলমল,
দূর্বা ঘাসে শিশির বিন্দু
করছে টলোমল।


গগন জুড়ে নীলের বাহার
উধাও মেঘের দল,
উবে গেছে মেঘ বালিকার
কান্না ভেজা জল।


ভাবতে ভাবতে হঠাৎ আকাশ
ছাইলো মেঘের কায়,
সূর্য হাসা মনটা এখন
বেসুরা গান গায়।


আমার দেশের মতো এমন
নেই রে আজব দেশ,
সূর্য-মেঘের লুকোচুরি
দেখতে লাগে বেশ।


২৪/০৬/২০২১ ইং