পায়ুপথে বায়ু স'রে ছড়ায় ভীষণ গন্ধ,
আশেপাশে থাকে যারা নাকটা করে বন্ধ।
জনগণের দয়ার ভোটে যারা উচ্চাসনে,
পায়ুপথের বায়ুর অধিক গন্ধ আচরণে।


ভোটের আগে হাজার সালাম নমস্কারের যুদ্ধ,
ভোট ফুরোলেই জনগণকে বানায় তারা বুদ্ধ।
স্বভাব ওদের ফুলের মতো গন্ধ যেন পদ্ম,
কাজ ফুরোলে লাথি মেরে বুঝায় বোকার হদ্দ।


আম জনতার হাতে দিয়ে মাটির ভিক্ষা পাত্র,
বলছে তোরা আরামে থাক নাড়িস না আর গাত্র।
ঘরে বসে খাবার পাবি কেন করবি কর্ম?
তোদের পেটে খাবার দেয়া আমাদেরই ধর্ম।


একটু আধটু নেশা করবি মদ করেছি সস্তা,
নেশার ঘোরে মরলে ভরবো এনে চটের বস্তা।
স্বর্গ কিন্তু নয় রে দূরে মরলে পাবি হাতে,
মরার আগে কাঁচা লঙ্কা খাবি পান্তা ভাতে।


তোদের জন্য কষ্ট করি আমরা চড়বো গাড়ি,
তোরা থাকবি মহাসুখে তোদের আপন বাড়ি।
চক্ষু-কর্ণ বন্ধ রাখবি, বলবি না কেউ কিছু,
বললে পোষা কুকুরগুলো নেবে তোদের পিছু।


বললে কথা সুখ পাবি না মরবি রাস্তা-ঘাটে,
আয়ু থাকতেই তোদের জীবনসূর্য যাবে পাটে।


১৫/১২/২০২১ ইং।