ব্রিটিশ রাজের কবল থেকে জন্মে পাকিস্তান,
পূর্ব বাংলার মুসলিম ভাইরা আনন্দে গায় গান।
সোনার বাংলা গড়বো আমরা ভাইয়ে ভাইয়ে মিলে,
কিন্তু স্বপ্ন অধরা রয়, মিল হয় না ভাই দিলে।


নির্যাতনের প্রথম সোপান ভাষা দিয়ে শুরু,
উর্দু ভাষা বলতে হবে বললো পাকি গুরু।
প্রতিবাদে ঝরলো রক্ত ঝরলো কত প্রাণ,
রফিক, শফিক দিয়ে গেল স্বাধীনতার ঘ্রাণ।


বাংলা মায়ের দামাল ছেলে দেয় বিলিয়ে জান,
কেড়ে আনে মাতৃভাষার অমূল্য সম্মান।
ফেব্রুয়ারির একুশ তারিখ সারা বিশ্বের লোক,
মাতৃভাষা দিবস রূপে পালন করে শোক।


পাক শাসকের শোষণ-তোষণ বৈমাত্রেয় ভাই,
দুঃশাসনে বাংলার লোকের দুঃখের সীমা নাই
নিপীড়ন আর নির্যাতনের মাত্রা বেড়ে যায়,
বাংলা মায়ের অযুত দামাল ভয় নাহি আর পায়।


বাংলাদেশের মহান নেতা শেখ মুজিবের ডাকে,
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ ঝাঁকে ঝাঁকে,
হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিষ্টান কাঁধে রেখে কাঁধ,
যুদ্ধ ক'রে শত্রু মেরে পুরায় মনের সাধ।


রাজাকার আর আলবদরে বিরোধিতা করে,
পাকির সাথে হাত মিলিয়ে তাদের শত্রু ধরে।
মা-বোনদের ইজ্জত লুটে নারকীয় সুখে!
অগণিত মানুষ মেরেও হাসি তাদের মুখে।


সোনার বাংলার সোনার ছেলে বুকের রক্ত দিয়ে,
কেড়ে আনে স্বাধীনতা মুখে হাসি নিয়ে।
প্রশিক্ষণ আর অস্ত্র দিয়ে ভারত বাড়ায় হাত,
দ্বৈত আঘাত পেয়ে পাকি হয় যে কুপোকাত!


মুক্তিযুদ্ধের বিপক্ষ দল ষড়যন্ত্র ক'রে,
পঁচাত্তরে হত্যা করে শেখ মুজিবকে ধ'রে।
শেখ হাসিনা, শেখ রেহানা বাঁচে ভাগ্য জোরে,
ছোট্ট রাসেল পায়না রক্ষা জীবন যায় তার ঝরে।


পাকিস্তানের পক্ষে ছিল মৌলবাদী মোল্লা,
স্বাধীন দেশে তারাই এখন খাচ্ছে রসগোল্লা।
ভালো মানুষ ভালো থাকা বাংলাদেশে দায়,
হালুম হুলুম করে মোল্লা আনন্দে গান গায়।


০১/০৯/২০২০ ইং