মা তোর       মনের দুঃখ রাখ না মনে
                 কষ্টে দে না বাঁধ,
                 দূর হবে তোর দুঃখ রাশি,
                 ফুলের মতো ফুটবে হাসি,
                 এই তো স্বপ্ন সাধ।


                 থেমে যাবে ঝড় ও বাদল,
                 উঠবে বেজে খুশির মাদল,
                 আঁধার শেষে আসবে নেমে
                 দীপ্ত আলোর বান,
                 আবার সবাই গাইবো হেসে
                 স্বপ্ন জয়ের গান।


                 চলতে সময় থমকে দাঁড়ায়
                 কষ্ট তারও হয়,
মা তোর       বুকে জমা দুঃখ-জ্বালা
                 হবেই হবে ক্ষয়।


                 আমি মা তোর অধম সন্তান
                 কুজ্ঝটিকা জালে,
                 আটকে আছি, দুঃখ রাশি
                 ঝড়ের তালে তালে,
                 দিচ্ছে আমায় দারুণ ব্যথা।
                 হয়ে নিরুপায়,
                 স্রষ্টার কাছে ভিক্ষা মাগি
                 করো হে উপায়।


                 নিরাশার ওই আঁধার শেষে
                 আসবে আলোর ভোর,
                 এই আশাতেই স্বপ্ন আঁকি
  মা            ফেলিস না আর লোর।


১৮/০৯/২০২১ ইং