ভাবি না যার কথা তাকে দেখি স্বপনে,
এ কী ভীষণ কান্ড বিধাতার ভুবনে!
স্বপনেতে একদিন এল এক বুড়ি,
এক হাতে লাঠি তার বুড়ি থুড়থুড়ি।
কহে ডেকে ওরে বাছা, মোর কথা শোন্,
এ জগতে কেউ নেই মোর যে আপন।
সাথী এক ছিলো মোর সুপুরুষ বুড়ো,
সমাজের পতি ছিল, ছিল মোর চূড়ো।
দিনশেষে গতকাল গেল মোরে ছাড়ি,
করোনার ভয়ে কেউ আসেনা তো বাড়ি।
বেঁচে ছিল, কাছে ছিল, বন্ধু কত লোক,
ছেড়ে গেল সকলে, সে ছাড়লে ভূ-লোক।
শবদাহ  করার  নেই  আপন  কেহ,
লাশ নিয়ে বসে আছি খাঁ খাঁ করে গেহ।
সৎকার করে যদি পার করো দায়,
এই ধরা হতে আমি লইব  বিদায়।
বুড়িমার কথা শুনে লাগে মনে চোট,
বললাম করবোই, হয়ে মোরা জোট।
এই কথা বলে যেই আঁখিপাতা জুড়ি,
চোখ খুলে পুনরায় নাহি দেখি বুড়ি।
এই কথা ভেবে ভেবে ভাঙে মোর ঘুম,
দেখি আমি বিছানায়, রজনী নিঝুম।


০৫/০৫/২০২০ ইং।