এখন ভাবো বাবা শুধু করে বাড়াবাড়ি,
ভালো-মন্দ না বুঝে তাই আক্রোশে দাও আড়ি।
বুঝবে যেদিন দেখবে চেয়ে সময় পাখির মত,
উড়ে গেছে নীল নীলিমায় বুকে রেখে ক্ষত।


বাবা-মায়ের মত আপন কে আর আছে বলো?
স্বার্থবিহীন কার চোখে জল করে টলমলো?
তোমার দুঃখে কে ব্যথা পায় বেশি সবার চেয়ে?
তোমার ব্যথায় বাদল ঝরে কাদের নয়ন বেয়ে?


ছোট্ট থেকে বাবা-মায়ের সুখ ঠিকানা তুমি,
খুশির বানে ভাসে ওঁরা তোমার ললাট চুমি।
নেশার ঘোরে তাদের কথায় বদন করো কালো,
নবীন বয়স তাই বুঝো না নিজের মন্দ-ভালো।


মুঠোফোনের এমন নেশা- যায় না ছাড়া তাকে,
ভুল আক্রোশে ছাড়তে পারো বাবা এবং মাকে।
দুঃখানলে ভাসিয়ে তাদের পাও না কেন কষ্ট?
কোন আগুনে পুড়িয়ে হৃদয় করেছো বিনষ্ট!?


তোমার সুখে তারা সুখি তোমার দুঃখে দুখি,
ভুল না বুঝে হও না কেন তাদের মুখোমুখি?
কষ্ট পাহাড় ধ্বসে গিয়ে ফুঠবে আলোর রেখা,
আঁধার টুটে স্বর্ণালী পথ দেবে তোমায় দেখা।


২৪/০৬/২০২২ ইং