দিন দুপুরে সোহাগ করে
দুইটি শালিক আমগাছে,
কাঠবিড়ালি দৌড়ে বেড়ায়
যখন-তখন চারপাশে।


সন্ধ্যেবেলায় ঝিঝি পোকায়
ঝিঁঝিঁ স্বরে করে রব।
পাখ-পাখালি কুলায় ফেরে,
চুপটি করেই থাকে সব।


দিনের বেলায় পাখি দুটি
ধরে ধরে পোকা খায়,
কাঠবিড়ালি উঁকি মারে
ওদের মোটেই পায় না ভয়।


ঝিঝি পোকায় বাস করে ঐ
আম গাছেরই নিচে,
শালিক দুটি যখন তখন
ছুটে তাহার পিছে।


শালিক দুটি, ঝিঝি পোকা,
কাঠবিড়ালি আরো,
দারুণ সুখেই বাস করে সব
নেই তো ঝগড়া কারো।


ওদের সুখের হল্লা দেখে
দু'টি মানুষ মজা পায়,
ঝগড়া তাদের লেগেই থাকে
মনে ভীষণ লজ্জাও পায়।


ঝিঝি পোকা, কাঠবিড়ালি
এবং শালিক দুটি,
করে যদি শান্তিতে বাস
ওদের কোথায় ত্রুটি?


হিসেব করে মানুষ দুটির
ঠোঁটে হাসি ফোটে,
ওদের আছে স্বার্থের দ্বন্দ্ব
তাদের তা নেই মোটে।


০৯/০৬/২০২০ ইং