যেদিকে তাকাই দেখিতে যে পাই রাশি রাশি শুধু লোভ,
পাওয়ার আশে মত্ত সবাই চাইলেই বাড়ে ক্ষোভ।
যতো তুমি দাও হাত পেতে নেবে রাখবে না মনে কিছু,
প্রয়োজনে যদি কাছে তুমি ডাকো তাকাবে না ফিরে পিছু।


ঘোর তমসায় ঘিরেছে সমাজ দিশাহীন পথচলা,
খুন, ধর্ষণ নিয়মিত ঘটে যায়না তো কথা বলা!
উন্মুক্ত এ ধরণী এখন পাপে ভরা এক মরু,
শান্তির খোঁজ কোনোখানে নেই যেন পাতাঝরা তরু।


উদার আকাশ, নির্মল বায়ু, উন্মুক্ত এ ধরা,
সবুজ-শ্যামল এ ধরনী দেখো ফুলে ও ফসলে ভরা।
অথচ মানুষ ভুলেছে সোহাগ, ভুলেছে কাঁদা ও হাসা,
ধূম্র বরণ পৃথিবী এখন ভুলে গেছে ভালোবাসা।


স্বার্থের টানে প্রিয়জন কত দূরে চলে যায় মোহে,
সন্তানহীন পিতা ও মাতার আঁখি ভরে ওঠে লোহে।
সম্মুখে চলে উল্কার বেগে কুয়াশার পথ বেয়ে,
পিছনের কথা রাখেনা তো মনে অজানার পথে যেয়ে।


কুহকিনী ডাকে ছুটছে সবাই নিরুদ্দেশের পথে,
হারিয়ে ফেলেছে প্রেম ভালোবাসা উঠেছে অজানা রথে।
হঠাৎ কখন ঘূর্ণাবর্তে পড়বে পথের ধুলে,
পিছনে তাকিয়ে মনে পড়ে যাবে স্বার্থ রয়েছে মূলে।


০৮/০১/২০২১ ইং