তোমার কথা ভাবার মতো সময় কোথা পাই?
চতুর্দিকে উড়ছে শকুন লাশের খবর চাই।
মৃত্যু খবর যতই পাবে দেবে অন্যে দোষ,
কুছ পরোয়া করছে না কেউ বললেও নগ্ন ঘোষ।


কুর্শি ধরে রাখা কারো মনের স্বপ্নসাধ,
অন্যরা চায় ওদের স্বপ্ন করতে যে বরবাদ।
নেতায়-নেতায় তুমুল যুদ্ধ ভাষার হাহাকার,
মানুষ মরলে কার কি হবে? কুর্শি টা চাই তার।


বাতাস এখন ভীষণ ভারি রৌদ্রজ্বলা লাশ,
উঁচুদরের নেতারা সব করছে কথার চাষ।
অনাহারী, ভুখা মানুষ হারিয়ে ফেলে খেই,
স্বপ্নমাখা সোনালি দিন নিচ্ছে কুড়িয়েই।


কাল কি হবে কেউ জানে না শুনছি, হুশিয়ার!
দুই তারিখের পরে তোরা হবি ভবপার।
যতই মারুক তবু ওদের মিটছে না তো রাগ,
হুমকি দিয়ে বলছে পারলে সময় থাকতে ভাগ।


এমনি ধারার হুমকি-ধামকি চলছে বছর ভর,
গুণ্ডাগিরির মহোৎসবে করছি আমরা ঘর।
পাতালপুরীর এই নেতাদের হুমকি-ধামকির তোড়,
আমার মতো চুনোপুঁটির বাঁচা বরাতজোর।


এরই মাঝে ষণ্ডামার্কা বৈশাখের এই দিন,
তোমার কথা ভাবার জন্য সময় বড়ো ক্ষীণ।
রাগ করো না লক্ষ্মী সোনা ধৈর্যের অনেক গুণ,
কোঁচড় ভরে ভালোবাসার রাখছি যে টাইফুন।


২৯/০৪/২০২১ ইং