আমার গাঁয়ের নগেন মণ্ডল ভীষণ সরল লোক,
আঁতকে ওঠে দেখে যদি রক্তচোষা জোঁক।
সরল বলে সবাই তাকে বানায় শুধু বোকা,
সুযোগ পেয়ে সুরেন একদিন দিল তাকে ধোঁকা।


বলল হেসে, 'মিলি যে তোর ধরল টিপে গলা,
ব্যস্ত থাকায় সেই কথাটা হয়নি তোকে বলা।'
'বোকার মতো বসে থাকিস করে সবাই তুচ্ছ,
মাঝে মাঝে একটু আধটু নাড়ানা ভাই পুচ্ছ।'


রেগেমেগে বলল নগেন, 'কোথায় গেল মিলি?
এক কোপেতে কেটে গলা করবো আমি বিলি।'
বাড়ি এসে নগেন তখন ছুটলো নিয়ে কালি,
মিলিকে আজ মেরেই ফেলবো মারলো কেন খালি।


অনেক কষ্টে নগেনকে ওই থামায় তাহার বাবা,
আসল কথা শুনে তিনি হয়ে গেলেন হাবা।
বলল ডেকে,'সুরেন, বাবা, আমার কথা শোন্,
সোজা মানুষ খেপিয়ে তোরা পাচ্ছিস মজা কোন্?'


'সরল লোকের সাথে মজা করা ভালো নয়,
একটু মজায় হতে পারে বড়ো রকম লয়।'
বুঝলো সুরেন কাজটি তাহার হয়নি মোটেই ভালো,
কাকা বাড়ি না থাকলে আজ নিভতো মিলির আলো।


এমনিভাবে সরল লোককে ঠকায় যারা চতুর,
সবকিছু তার কেড়ে নিয়ে বানায় তাকে ফতুর।
সৃষ্টির সেরা নামধারী এই আমরা প্রতারক,
সরল, গরিব লোক ঠকিয়ে হই তপস্বী বক।


১৭/০৩/২০২১ ইং