বন্ধু হওয়ার লোভে তোমায় বাড়িয়ে দিলাম হাত,
বন্ধু হলে গল্পে গল্পে কাটবে দীঘল রাত।
নিবিড় বনের অন্তরালে ঘুরবো দু'জন সুখে,
পাখ-পাখালির গল্প শুনবো তাদের মুখে মুখে।


বউ কথা কও পাখির ডাকে জাগবে শিহরণ,
সজল হাওয়া যূথীর বনে তুলবে আলোড়ন।
তোমার হাতে হাতটি রেখে ধরবো তুলে মুখ,
চোখের তারায় ঝিলিক দেখে লাগবে কী যে সুখ!


ঝিলের জলে দু'জন মিলে ধরবো নানান মাছ,
কষ্ট হলেই জিরিয়ে নিতে কাছেই জিওল গাছ।
ঝিলের জলে শাপলা শালুক তুলতে লাগে বেশ,
ছল ছালিয়ে কলকলিয়ে ছুঁইব তোমার কেশ।


ঝাউয়ের বনে মিষ্টি স্বরে গাইবে কোকিল গান,
দোয়েল,কোয়েল, শ্যামা, টিয়া জুড়বে দারুন তান।
প্রদোষ কালে বনের পথে দেখবে শৃগাল রাজ,
তখন তোমার পড়বে মনে ঘরে অনেক কাজ।


ক্ষিতিজ শাখের ফাঁক ফোকরে দেখলে রাঙা চাঁদ,
মনের কোনে উঁকি মারবে গোলাপ রঙিন ফাঁদ।
ঊষর মরুর ধূসর বুকে ফুটবে রাঙা ফুল,
বাড়ির কথা ভুলেই যাবে নড়বে না একচুল।


নিঝুম রাতে নিবিড় বনে থাকবো দু'জন সুখে,
জোছনা এসে আলতো করে দিবে চুমু মুখে।
বনের পাশে নানা রঙের রক্ত পলাশ ফোটে,
তোমার ঠোঁটের কারুকার্য হারাবে আমার ঠোঁটে।


০৭/০৭/২০২০ ইং