আসরের প্রজ্ঞাবান, গুনবান কবি
পূর্বাশার ভালে আঁকা যেন রাঙা রবি।
বহুদিন তাঁর লেখা অচাক্ষুষমান।
দুশ্চিন্তা, দুর্ভাবনায় ওগো গুনবান
কেটেছে অনেক কাল। আকস্মিক আজ
দেখে কবিতা তোমার হে হৃদয় রাজ,
দূর হয় কুজ্ঝটিকা, শঙ্কার পাহাড়,
জেগেছে এ হৃদে ভারি আনন্দ বাহার।
এ দুঃসময়ে হারিয়েছি কত সুহৃদ!
কত যে আপনজন! নেই চোখে নিদ।
বেদনার চোরা স্রোত তটিনীর ন্যায়
অবিরাম প্রবাহিত কোন অজানায়!
তারি মাঝে আচম্বিতে তোমার কবিতা
হৃদয়ে হিল্লোল তোলে, এ যেন সবিতা।
তিমিরবিদারী তার দীপ্ত-আলো শিখা,
আনে শান্তি সুধা বারি নেই কোন লিখা।
যদিও লক্ষ যোজন দূরে আছো জানি,
হৃদয়ের মাঝে আছে তব স্মৃতি খানি
অমলিন। যেথা থাকো, ভালো থেকো মিত্র,
বুকের অলিন্দে আছে তব স্থিরচিত্র।
লিখে যাও প্রেম-প্রীতি-ভলোবাসা নিয়ে,
অনন্ত অমিয় সুধা যাও সবে দিয়ে।
তোমার চলার পথ হোক মধুময়,
বাধা-বিঘ্ন, অকল্যাণ করো চির জয়।


০৬/০৯/২০২১ ইং


বুকের অলিন্দে থাকা দুরের বন্ধুকে উৎসর্গ করলাম।