মন ভোলানো ছল-চাতুরি কেন করো রিয়া?
আমার সাথে প্রেমাভিনয়, করবে রামে বিয়া?
কেমন কথা, তোমার সাথে করি আমি ছল?
ক্ষণেক তোমায় না দেখলে যে পাইনে মনে বল।


অমন কথা আর বোলো না জানি আমি সব,
রামের সাথে তোমার বিয়ে শুনি কলরব।
মাঝে মাঝে পার্কে ঘোর ভাবছো আমি বোকা?
ছল-চাতুরি করে তুমি দিবে আমায় ধোঁকা?


রিয়া বলে, কদিন ধ'রে দেখি তোমায় কম,
সেই কারণে বন্ধ আমার হয়ে আসে দম।
রুমার সাথে মাঝে মাঝে যাও যে শপিংমলে,
তার সাথে কি জোট বেঁধেছ, আমার হৃদয় দলে?


নিজের দুর্নাম পরের ঘাড়ে চাপাও রিয়া ভালো,
নিন্দে করে আমার মনে আগুন কেন জ্বালো?
তোমার বাপে কয়নি কথা রামের বাপের সনে?
রামের হাতে তোমায় দিবে ভাবছেনা কি মনে?


ভাবছো কেন বাবার ইচ্ছে-ই আমার ইচ্ছে হবে?
তুমি-ই আমার জীবন-মরণ, তুমি-ই আমার রবে।
রামের সাথে বাবা যদি দেয় আমাকে বিয়ে,
বিয়ের রাতেই মরবো আমি তোমার স্মৃতি নিয়ে।


ওসব কথা থাকনা রিয়া, বলো আমায় সত্যি,
তোমার মনে আমার জায়গা আছে কি এক রত্তি?
ভালো যদি বাসো আমায় সত্যি করে বলো,
রামের সাথে বিয়ের আগে অন্য কোথাও চলো।


বাপের মনে কষ্ট দিয়ে যাই যদি গো চলে,
সারা জীবন ভাসবো আমি দুই নয়নের জলে।
তারচে ভালো বিয়ের প্রস্তাব দাওনা তুমি গিয়ে,
বাপে রাজি হলে আমরা করবো সুখে বিয়ে।


বিয়ে দিতে তোমার বাপে না যদি হয় রাজি,
তখন তুমি করবেটা কি বলো সোনা আজি?
তোমায় আমি দিচ্ছি কথা, বাপে অমত হলে,
বিয়ে করে দুজন মিলে যাবো দূরে চলে।


২১/০৯/২০২০ ইং