করোনা করেনা করুণা কাউকে করোনা ছলনাময়ী,
পথে বের হয় পথিক খুঁজতে হতে চায় সে তো জয়ী।
নিজেকে ভাবে সে রাজা মহারাজা গোপনে শুড়ুৎ করে,
প্রবেশ করে সে মানুষের দেহে মনেতে সাহস ধরে।


সাহস থাকলে এসো সম্মুখে যুদ্ধ করতে জাগো,
যদি বীর হও হঠাৎ পিছনে ছুরি মেরে কেন ভাগো?
প্রিয়াকে আমার গোপনে ধরে যে ফেলেছ ভীষণ ফাঁদে,
নিরবে বিলাপে বিছানায় বসে গোপনে গোপনে কাঁদে।


প্রিয়জন তার কেহ কাছে নেই বুকেতে দারুন কষ্ট,
বিছানায় পড়ে ছটফট করে ভাবছে জীবন নষ্ট।
সানু আর আনু দুই বোন মিলে নিয়েছে সেবার ভার,
সারাদিন ধরে কাজ করে করে আনু হয় জেরবার।


যক্ষের মতো আগলে রেখেছে করেনা তো কোন ভয়,
শমন এলেই দক্ষ যজ্ঞ বেঁধে যাবে নিশ্চয়।
সানু দিনভর অফিসে ব্যস্ত মনের ভেতরে ভয়,
কর্ম ক্লান্ত শ্রান্ত শরীরে এসে সে দিদিকে কয়,
ভয় নেই কোন আমরা রয়েছি বইতে তোমার ভার,
গোপন শত্রু কারোনা তোমাকে পারবেনা নিতে আর।


ফিরিয়ে তোমাকে দিব যে আমরা বাবু সোনাদের কাছে,
করোনাকে হার মানাতেই হবে আমরা রয়েছি পাশে।
সানু আর আনু বড় দুই বীর ভীষণ সাহস মনে,
ভালো হয়ে দিদি দাঁড়াবে কখন সেই দিন শুধু গনে।


সালাম জানাই বোনেরা আমার তোমাদের কাছে ঋণী,
ভালো তোমাদের বাসবেন তিনি মন দিয়েছেন যিনি।
তোমাদের এই ভালোবাসা-ঋণ শোধ হবেনা তো আর,
তোমরা দু'জন ভালো থেকো শুধু চাই আমি অনিবার।


১০/০৭/২০২০ ইং।


মাত্রাবৃত্ত ছন্দ
মাত্রা- ৬+৬+৬+২।