ভাবনা এবং চিন্তায় যার এসেছে খানিক জরা,
প্রবল প্রতাপী যৌবন রসে ধুয়ে ফেলে দাও ত্বরা।
সাগরের জলে ধুয়ে ফেল ওই বিকল হৃদয় খানি,
সোনা রোদে মাখা ফুলের সুবাস মাখাও অঙ্গে আনি।


পর্বতসম দৃঢ়তার করে জমাও আবেগ যতো,
শিশুদের মতো নির্ভীক হয়ে ছোটাও রক্ত ততো।
কামিনীর মতো হয়ে হৃদিবান ছড়াও পুষ্প ঘ্রাণ,
নিরাশীর মুখে অন্ন জুগিয়ে জুড়াও ওদের প্রাণ।


চারদিকে দেখো অনাহারী যতো ভূখা মানুষের মেলা,
ওদের মুখের অন্ন কেড়েই খেলছে নিঠুর খেলা,
আলোয় ভরাও বধির হৃদয় মানুষের তরে জাগো,
স্রষ্টার কাছে হাত জোড় করে সবার শান্তি মাগো।


জীবন গড়তে চাইলে তোমরা বসন্ত রঙে মোড়া,
তরুণ তুর্কি দুর্বার বেগে ছোটাও রেসের ঘোড়া।
নষ্ট সময় চলছে সবেগে দুমড়ে-মুচড়ে ধরা,
তোমরাই পারো ধরতে সময় ধ্বসে দিয়ে সব জরা।


০৫/০২/২০২১ ইং