তরুণ সমাজ দেশ ও জাতির স্বপ্ন গড়ার অস্ত্র,
শিক্ষা-দীক্ষায় করতে হবে তাদের দারুণ শস্ত্র।
সুশিক্ষা আর সু-ব্যবহার শিখবে যেসব তরুণ,
দেশের জন্য তারাই হবে পুব আকাশের অরুণ।


অর্ধ শিক্ষা আর কুশিক্ষা দেশের বড়ো বোঝা,
এমন শিক্ষায় শিক্ষিতরা স্বার্থ বোঝে সোজা।
টাকার জোরে মামুর জোরে চাকরি বাগায় তারা,
ঘুষের লোভে খারাপ কর্মে দেশকে করে সারা।


যোগ্য পদে যোগ্য লোকে না যদি পায় সুযোগ,
দেশটা যাবে রসাতলে বাঁধবে বাসা কু-রোগ।
উন্নয়ন আর নিরাপত্তায় পড়বে বাধা মস্ত,
আগের মতো দেশের সূর্য যাবে আবার অস্ত।


সাড়ে সাতশ বছর দেশটা করছে শাসন যারা,
সুযোগ পেলে তারা আবার মারবে ভীষণ তাড়া।
দেশের সূর্য অস্ত যাবে থাকবো না আর স্বাধীন,
সুখ-শান্তি উড়ে যাবে নাচবে শত্রু তাধিন।


উড়ছে শকুন দৃষ্টি রেখে ভারত মায়ের পানে,
স্বদেশ ভূমি রক্ষার মন্ত্র দাও না যুবার কানে।
স্বদেশ প্রেমের মন্ত্র শিখাও বানাও ওদের বীর,
দুঃসময়ে যুদ্ধ করে উচ্চ করবে শির।


১৫/০১/২০২১ ইং