ওই দেখো ফুলে ডানা দুটি খুলে
প্রজাপতি ওড়ে সুখে,
কেন বাতায়নে বসে আনমনে
সময় কাটাও দুখে?


চঞ্চল অলি দ'লে ফুলকলি
মাতায় ছন্দ গানে,
সুখ এসে চুমি যাবে পদভূমি
বের হ'লে অভিযানে।


গৃহকোণ ছেড়ে দৌড় দাও ঝেড়ে
বাতাসের বেগে ছুটো,
যতো বাধা আজ পেয়ে যাবে লাজ
রবি থেকে তেজ লুটো।


ফাগুন বাতাস মিটাবে তিয়াস
তোমার সাহস দেখে,
হবে হবে জয় দূর করো ভয়
রবির কিরণ মেখে।


চেয়ে দেখো জুঁই, মেঘ ছুঁই ছুঁই
পাখির ডানার জোর,
মনের দেয়ালে অলস খেয়ালে
কিসের মলিন ঘোর?


আলস ত্যজিয়া দেখো বাহিরিয়া
সূর্য জ্যোতির্ময়,
কনক ছড়ায়ে আলোয় ভরায়ে
তাড়িয়েছে যতো ভয়।


বাসনার গায়ে পাখনা লাগায়ে
উড়াও স্বপ্ন ঘুড়ি,
দূর হবে দুখ, ধরা দেবে সুখ
তৃষিত বক্ষ জুড়ি।


২৯/০৫/২০২২ ইং