আসি আসি করেও আসে না প্রেম
হৃদ গহীনে দেয় না ধরা প্রেমের কবিতা
উন্মুক্ত জানালা থেকে উড়ে যায় চড়ুই পাখির মতো  
দিগন্ত বিস্তৃত নীল নীলিমায়
মিশে যায় মেঘেদের ভিড়ে
ধূসর গোধূলির ক্যানভাসে ভেসে ওঠে অজস্র অনাহারী মুখ
ভেসে ওঠে শ্বাপদের জিঘাংসায় রক্তাক্ত, বিকৃত, ভয়াল চেহারা
মনের পর্দায় ভেসে ওঠে
কুয়াশার চাদর মোড়ানো, খোয়াব হারানো পিতৃহারা যুবতী কন্যার বিষণ্ণ বদন


কারো কোমল হাত ধরে যখন শিশির ভেজা ঘাসে হাঁটার স্বপ্ন আঁকি
তখনি চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে
চৌরাস্তার মোড়ে নগ্ন শিশু কোলে
বেদনার্ত মায়ের কুণ্ঠিত জল ভরা আঁখি
বাবু, দুটো টাকা দিবে- বলা ভিখারির আর্তি
তখনি মনের আয়না থেকে মিলিয়ে যায়
গোলাপ ঠোঁটের সোনালি হাসি  
মিশে যায় ধর্মান্ধতার নীলাভ দাবদাহে
ধর্ষকের হিংস্রতায়
স্বার্থপরতার সীমাহীন নির্লজ্জতায়
ধূসর মরুর নির্মমতা আর
জ্বলন্ত ভিসুভিয়াসের লেলিহান শিখায়
তাই তো আসি আসি করেও অসে না প্রেম
হৃদ গহীনে দেয় না ধরা প্রেমের কবিতা
পাখি হয়ে উড়ে যায় সীমাহীন নীল নীলিমায়
মন আঙ্গিনায় দৃপ্ত পদচারণা করে বুভুক্ষ নির্জীব পৃথিব


২৬/১০/২০২১ ইং।