তোমার ঠোঁটে দুষ্টু হাসি, চোখে আহ্বান,
ধরতে গেলে যাও যে সরে করো প্রত্যাখ্যান।
রক্তরাঙা রক্ত গোলাপ তোমার ঠোঁটে হাসে,
মিষ্টি চোখের দুষ্টু হাসি আমায় ভালোবাসে।


যখন আমি থাকি দূরে হৃদয় জুড়ে তুমি,
রবি রশ্মির করাঘাতে যাও যে তুমি চুমি।
হিমশৈলীর ঐ শিখর চূড়ায় যখন থাকি একা,
কুয়াশার হিম চাদর গায়ে তোমারই পাই দেখা।


একি ভীষণ কুহেলিকা যখন তুলি চোখ,
কুয়াশার ঐ চাদরখানি ঢাকে তোমার মুখ!
হাতছানিতে কাছে ডাকি তোমায় ছোঁয়ার ছলে,
কুট কৌশলে যাও যে চলে নানা ছলে বলে।


ভালোই যদি বাসবে তুমি কেন থাকো দূরে?
অলীক ছোঁয়ার কলহাসে হাসো ঘুরে ঘুরে।
শ্বেতশুভ্র হৃদয় তোমার রক্তে রাঙা লাল,
এমনি করে দূরে দূরে থাকবে কতকাল?


জীবন নদীর খরস্রোতে যাই যদি কাল চলে,
হাজার বছর থাকবে বসে শৈল চূড়ার তলে।
তখন তুমি যতই ডাকো পাবে কি আর দেখা?
কুটকাচালি, ছলচাতুরির কষ্ট পাবে একা।


সবুজ শ্যামল ধরা তখন হবে বালুময়,
জীবন হবে ঊষর মরু টুটবে ছন্দ, লয়।


০৫/০৭/২০২০ ইং।