কবিতার কন্ধ জুড়ে বেদনার ছাপ,
চিরতরে রুদ্ধ হলো শঙ্খের নিনাদ।
হৃদয় অলিন্দে হেনে নিদাঘের তাপ,
থেমেছে কলম যুদ্ধ, ছেয়েছে বিষাদ।


বেদনার গুরুভারে প্রকম্পিত মন,
সাগরের নির্জনতা যার ভালোবাসা,
ভাসায়ে সাগর জলে--অনন্ত যৌবন
তার লুটেছে করোনা। হারিয়েছি ভাষা।


অসাম্য-অন্যায় রোধে ধারালো মগজ--
বাজাবে না দুন্দু-ভেরি। দাঁড়াবে না পথ
মাঝে হয়ে শক্ত ঢাল। সুদৃঢ় যমজ
হস্তে ছোটাবে না শান্তির ধবল রথ।


যেখানেই থাকো তুমি, থেকো তুমি ভালো,
তোমার দেখানো পথে যেন জ্বালি আলো।


২২/০৪/২০২১ ইং


(প্রয়াত শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি)