জীবনের বাঁকে বাঁকে যত দুঃখ-শোক,
সুহৃদ-বন্ধুর মতো থাকে সদা পাশে।
গোলাপ বিছানো সুখে পাশে থাকা লোক,
বিপদের দিনে সুখে দূরে বসে হাসে।
নীলাম্বরে জলধর পাল তোলা ভেলা,
আনন্দে আকাশে উড়ে কোন বাধা নেই।
দুঃখ-শোক মন মাঝে করে যায় খেলা,
মানুষের মতো ওরা হারায় না খেই।


দুঃখ-কষ্ট-বেদনার মতো ভালোবেসে
মনাকাশ জুড়ে থাকে যার হাসি মুখ,
হৃদয়ের কালো মেঘ যে ছোঁয়ায় হেসে
উড়ে যায় নীলিমায় সেই দেয় সুখ।
ভালোবাসা আলো-ছায়া- দীপ জেলে যায়,
ভুল লোকে মন দিলে জীবন জ্বালায়।


২৮/০৭/২০২১ ইং