দিকভ্রষ্ট মাঝি আমি তুমি ছিলে হাল,
হঠাৎ বৈশাখী ঝড়ে করে বেসামাল।
আকাশে দামিনী ওই ক্ষণে ক্ষণে জ্বলে,
ছেঁড়া ছেঁড়া মেঘোমালা চুপি চুপি চলে।


হৃদয়ে জ্বলছে ধীরে তুষের আগুন,
রঙ হারিয়েছে ওই উতলা ফাগুন।
যমুনার নীল জল হয়ে গেছে কালো,
বিষে ভরা এই হৃদে জ্বলেনা তো আলো।


ফুলের পরাগরেণু প্রকৃতির দান,
আমি হারিয়েছি সেই প্রকৃতির গান।
তুমি ছাড়া এ জীবন হাল ভাঙা তরী,
নিয়েছো কি নিজ গুনে গুণীজনে বরি?


এখনো কি পড়ে মনে সাঁঝের বেলায়?
চিকুরে চিরুনি দিয়ে হাসতে হেলায়।
সেদিন বুঝিনি আমি সে হাসির মানে,
ভাবিনি পোড়াবে বুক বিষে ভরা বাণে।


তোমার রক্তিম ঠোঁটে ছিলো মধু হাসি,
আমার হৃদয়ে ছিলো খুশি রাশি রাশি।
তোমার হাসিতে হেসে বলতাম আমি,
আমার জীবনে তুমি সবচেয়ে দামি।


সেই তুমি চলে গেলে তাকালে না পিছে,
আমার জীবনে সব হয়ে গেল মিছে।
বৃন্তচ্যুত হয়ে পুষ্প ধূলায় গড়ায়,
তাজ বিনে রাজা কি গো থাকে এ ধরায়?


শুকিয়ে গিয়েছে আজ নয়নের জল,
ভালোবাসা মিছে আশা করে শুধু ছল।


২০/১০/২০২০ ইং