হে কবিতা লিখবো না আর
দিলাম তোমায় ছুটি,
ডাকতে আমায় এসেছিল
সরষে ফুলের গুটি।


যেতে আমার হবে সেথায়
পাশেই জলাধার,
আজকে যদি না যাই আমি
সময় পাওয়া ভার।


ঝাউয়ের বনের আলের ধারে
শেওলা ঘেরা খাল,
হেসে খেলেই মনের সুখে
কাটবে আমার কাল।


সেথায় আছে ছোট্ট ময়না
আমার পথে চেয়ে,
ঝাউয়ের বনের নিবিড় ছায়ায়
উঠবে গায়ে বেয়ে।


খালের জলে ধরব আমরা
নানা রকম মাছ,
কষ্ট হলেই জিরান দেব
আছে বটের গাছ।


তোমার যেতে ইচ্ছে করলে
ধরতে পারো হাত,
ইচ্ছে হলে ইচ্ছে করেই
কাটবো সেথায় রাত।


বনের মাঝে নিঝুম রাতে
ঝিঁঝিঁ পোকার ডাক,
হঠাৎ হঠাৎ গভীর রাতে
শুনবো পাখির হাক।


ভোরের বেলা গাইবে কোকিল
মিষ্টি মধুর গান,
প্রভাত রবির করাঘাতে
উঠবে কেঁপে প্রাণ।


নতুন দিনের নতুন আলোয়
বাজবে নতুন সুর,
হৃদয় মাঝে উথলে উঠবে
ভালোবাসার সুর।


০৭/০৭/২০২০ ইং।


(স্বরবৃত্ত ছন্দে লেখা)