সুলক্ষণে, ভেবো না আর পর,
শৈলচূড়ায় তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর।
স্বপ্ন নিয়ে শান্ত ভোরে হলাম ঘরের বার,
রক্ত রাঙা পলাশ দিয়ে গড়বো প্রেমের হার।


সুহাসিনী, হেসেই মারো ছয়,
ধোয়ার বিষে এই শহরে জীবনটা বিষময়।
বায়ুর সাথে মিশে সীসা করছে জীবন নষ্ট,
সজল হাওয়ার অভাবে তাই শ্বাস নিতে হয় কষ্ট।


সুচরিতা, ভেবেই দেখো তুমি,
ভালোবেসে তোমায় নিয়ে ত্যাগ করবো এই ভূমি।
মুক্ত আকাশ, সুনীল বাতাস, সৌম্য, শান্ত, থির
শ্বেতশুভ্র পাহাড় চূড়ায় গড়বো সুখের নীড়।


হে, নন্দিনী! শুনবে আমার কথা?
বাসবে ভালো? যাবে, যেথায় আছে নীরবতা?
সারা বছর একটি দিনে ভালোবাসলে হয়?
তুমি গেলে শৈলচূড়া করবো ফাগুনময়।


পয়লা ফাল্গুন রক্ত রাঙা ভোরে,
ভালোবাসার শুভ্র আকাশ ধরবো মেলে ঘোরে,
ফাগুন হাওয়ায় পলাশ রাঙা অধর রেখে ঠোঁটে,
রাঙিয়ে দেবে শুভ্র হৃদয় কমল যেমন ফোটে।


১১/০২/২০২১ ইং


আজ ভালোবাসা দিবস। সকল কবি বন্ধুদের জানাই অকৃত্রিম ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা।