নাটক করায় আমার দিদি মস্ত বড় দক্ষ,
পেছন থেকে আগলে তাকে রাখে কর্মী লক্ষ।
নিজে নেতা, নিজে মন্ত্রী, নিজের হাতে পুলিশ,
নিজের ইচ্ছায় হোঁচট খেয়ে বানাও কাকে ফুলিশ?


তোমায় ধাক্কা দিয়ে যদি পালায় কোন মানুষ,
উড়ছিল কি তোমার পুলিশ হয়ে তখন ফানুস?
গাঁজাখোরের গল্প কি আর বেশি লোকে খাবে?
ভণ্ড তোমায় ভেবে সবাই উল্টো দিকে যাবে।


হেরে যাওয়ার ভয়ে তোমার পড়ছে মাথায় বাজ,
ইচ্ছে করে তাই তো তুমি করলে এমন কাজ।
অভাবে হয় স্বভাব নষ্ট, বুদ্ধি নষ্ট নির্ধনে,
দুষ্ট বুদ্ধি খেলতে তুমি পড়লে ঘুরে নির্জনে।


কর্ম তুমি করলে ভালো পাবে ভালো আসন,
তোষণ যন্ত্র বিফল যাবে দিবে শুধু ভাষণ।
যতই তোমরা নিজেদেরকে ভাবো ভীষণ চালাক,
সুযোগ পেলেই জনগণে দিয়ে দিবে তালাক।


ভাঁওতাবাজি দিয়ে হয়তো যায় কখনো জেতা,
ভণ্ডামি টা ধরা খেলে মানে না কেউ নেতা।
ভণিতা টা করে দিদি মুখোশ দিলে খুলে,
হয়তো জনগণ তোমাকে যাবে এবার ভুলে।


১১/০৩/২০২১ ইং