খ্যাপা ষাঁড়ের গুঁতো খেয়ে কাঁদছে বসে ভেড়া,
সংখ্যায় অধিক তবু তারা ঘাড় করে না তেড়া।
এমনি করে গুঁতো খেয়ে পিঠ ঠেকেছে দেয়ালে,
তবুও তারা শান্তি খোঁজে আত্মভোলা খেয়ালে।


গণ্ডমূর্খ ভেড়াগুলো বুঝবে কবে সত্য,
নিত্য ষাঁড়ের গুঁতো খাওয়া নয়তো রোগের পথ্য।
আইনের বিধান, শাস্ত্রমতে আত্মরক্ষাই ধর্ম,
একজোট হয়ে ষাঁড়কে রোখা নয় কি ভেড়ার কর্ম?


ভালো লোকের সাথে ষণ্ডা দুর্ব্যবহার করে,
অকারণে লম্ফ দিয়ে ঘাড়ের 'পরে চড়ে।
প্রতিরোধী ধাক্কা দিলে বুঝবে নিজের ত্রুটি,
হয়তো বন্ধ করবে তখন দেখানো ভ্রুকুটি।


সাড়ে সাতশ বছর ভেড়া গুঁতো খেয়ে কাবু,
আজো ওরা রোগীর মতো খাচ্ছে বসে সাবু।
ওরে ভেড়া বলতে পারিস ফিরবে কবে চেতন?
নাকি মরেই দেখবি উড়তে ওদের বিজয় কেতন?


নিজের ভালো পাগল বোঝে, বোঝে না নির্বোধ,
তাইতো ভেড়া গুঁতো খেয়ে কেঁদে পোহায় রোদ।
এমনি করে চললে ভেড়া হারাবি অস্তিত্ব,
ভেবেই মরি- অগ্নিদাহে জ্বলে আমার চিত্ত।


১৭/০৬/২০২২ ইং