স্বাধীনতা যুদ্ধের অগ্র সৈনিকদের স্মরণে আজকের এই শ্রদ্ধাঞ্জলি--    
            
ভেবো না মা, তোমার সন্তান হয়তো আছে ঘুমিয়ে,
সুপ্তি মগন কচি ভালে দাও না একটু চুমিয়ে।
               তড়াক করে উঠুক জেগে,
               শয়ন ছেড়ে ছুটুক বেগে,
তোমার ক্ষতি করছে যারা ধরুক তাদের বাঁকা ঘাড়,
জাগলে তোমার সন্তানেরা কেউ পাবে না মোটেই পার।


তোমার বুকে জন্মেছিল অরুণ তেজী তরুণ দল,
তাদের রক্ত বইছে আজো নয়তো সবাই ছল ও খল।
               তাদের রক্তের স্রোত ধারা,
               করবে ওদের পাগল পারা,
গরিব-দুখি এ সব ছেলের চাই শুধু মা মনের বল,
একটু আদর, সোহাগ মাখা ভালোবাসা, স্নেহাঞ্চল।


বিনয়-বাদল-দীনেশ-বাঘা, দুঃসাহসী ক্ষুদিরাম,
শৃংখল মুক্ত করতে তোমায় পাড়ি দিল স্বর্গধাম।
               তাদের নির্দেশিত পথে,
               উড়িয়ে ধ্বজা বিজয় রথে,
সূর্য তেজী সুভাষ বসু কাঁপিয়ে দেয় ব্রিটিশ রাজ,
সেই কৃতিত্বে চরণ গলায় দেশের যত ধড়িবাজ।


তোমার বুকে দৃপ্তপদে বিভীষণের বংশধর,
পরম সুখে করছে দেখি শকুনি আর কংস ঘর।
               একটু তোমার আশিস পেলে,
               জাগবে তোমার দামাল ছেলে,
তোমার রক্তক্ষরণ বন্ধে ঝাঁপিয়ে পড়বে রণে বেশ,
বিভীষণরা পালাবে নয় থাকবে না আর বংশের লেশ।


০৩/০৮/২০২১ ইং


গত দুইদিন কারো কবিতা পড়তে পারিনি। আজ এবং আগামীকালও পারবো কিনা জানিনা। কবি বন্ধুদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।