ভেক রাজত্ব (আর-৪৩)
             --জগদীশ চন্দ্র মণ্ডল


গরু-ছাগল একজোট হয়ে
করলো বর্ষায় যুক্তি,
ভেকের মাথায় পরিয়ে তাজ
খাবে ওরা শুক্তি।


ভেক মহারাজ নিজের স্বার্থে
রাখবে ওদের খেয়াল,
ওদের সকল কুকর্ম-তে
হবে শক্ত দেয়াল।


ভেকের ভীষণ ক্ষমতার লোভ
জানে ওরা ভালো,
মঞ্চে তুলেই ভেকের চোখে
পরায় চশমা কালো।


কালো চশমার গুণের কথা
বলবো কী আর শোনো,
ভালো-মন্দ সব দেখা যায়
নেই পার্থক্য কোনো।


সুখে রাজা খাচ্ছে গাঁজা
শূন্যে তুলে ঠ্যাং,
ওদের অকাম-কুকাম দেখে
ভুলছে ডাকা ঘ্যাঙ।


ঘুম ভেঙে যেই সিংহশাবক
ডাকলো জোরে হালুম,
চমকে উঠে রাজা-প্রজা
করলো বিপদ মালুম।


ছুটলো ওরা জ্ঞান হারিয়ে
চোখ যেদিকে যায়,
তাই না দেখে সিংহশাবক
আনন্দে গান গায়।


০৮/০৬/২০২১ ইং