কার্ল মার্কস,
মার্কসবাদের স্রষ্টা এবং গুরু।
ধর্মকে তিনি তুলনা করেছেন আফিমের সাথে,
শিক্ষা দিয়েছেন ধর্মনিরপেক্ষতার।
সেই থেকে তার অনুসারীরা
অবিরাম, অনবরত চেষ্টা করে চলেছেন
তাঁর রোপিত ধর্মনিরপেক্ষতার চারা গাছকে
জল, সার দিয়ে বড়ো করে তোলার,
বাঁচিয়ে রাখার।


কিন্তু দুঃখের বিষয়,
কার্ল মার্কসের অন্ধ অনুসারীরা,
ধর্ম নিরপেক্ষতার চাদর মুড়ি দিয়ে,
পক্ষপাতহীনতার ট্যাবলেট খেয়ে,
শুধু একটিমাত্র ধর্মের মধ্যে
আফিমের গন্ধ পাচ্ছে।
আরো স্পষ্ট করে বললে,
ওরা আফিমের গন্ধ পাচ্ছে
শুধু রাম নাম এবং কৃষ্ণ নামের মধ্যে।
নিধিরাম সর্দার যেমন
ঢাল-তলোয়ার ছাড়া যুদ্ধ করে যায়,
ওরাও তেমনি যুদ্ধ চালিয়ে যাচ্ছে
রাম নাম এবং কৃষ্ণ নামের বিরুদ্ধে,
অবিরাম.....
মশা, মাছির মতো জ্বালিয়ে মারছে
শান্তিপ্রিয় মানুষকে,
সভ্যতাকে.....!


সাহস থাকলে বলুন না---
সকল ধর্মের মধ্যেই আফিমের গন্ধ পাই।
বলুন না---
রাম নাম, কৃষ্ণ নাম, আল্লাহর নাম, গডের নাম
সব নামেই আফিমের গন্ধ আছে।
পারবেন না; কারণ---
আপনারা কাপুরুষ! নপুংসক!
পক্ষপাত দোষে দুষ্ট!
আপনারা শুধু আক্রমন করতে পারেন
সহনশীল, শান্তিপ্রিয় ধর্মকে এবং
তাদের অনুসারীদের।


আপনারা রাম-কে শূলে ছড়াচ্ছেন,
আর আল্লাহকে মাথায় তুলছেন।
অপূর্ব নিরপেক্ষবাদিতা আপনাদের!
বলিহারি!
আপনারা মনোবৈকল্যে ভুগছেন!
মানসিকভাবে অসুস্থ!
ডিএনএ টেস্ট করে দেখতে হবে
আপনাদের মনের ভেতরে কি নাম জপ হচ্ছে।


আপনারা বুঝতে অক্ষম,
পৃথিবী বদলে গেছে।
মা দূর্গা অসুরদের বিনাশ করার জন্য
যেভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন,
সহনশীল, শান্তিপ্রিয় মানুষ একবার ক্ষেপে গেলে
তেমনি ভাবে সমস্ত মিথ্যা, জঞ্জাল,
অত্যাচারীর বেড়াজাল
ধ্বংস করে দিতে পারে নিমেষে।
আর তেমন হলে,
আপনারা ভেসে যেতে পারেন
সমুদ্রের নোনা জলে....
বানের তোড়ে যেমন ভেসে যায়
ঘরবাড়ি, গাছপালা, গরু-মহিষ....


১৯/১০/২০২০ ইং