বুড়ো বললে গগন খুড়ো বলে আহা! ছিঃ!
তিন কুড়ি মোট হইছে বয়স তাতেই বুড়ো কি?
চোখে আমার রঙিন চশমা দেখি সবই লাল!
সুন্দরী যুবতী দেখলে লাল হয়ে যায় গাল!!


চুলে আমার পাক ধরেছে যেন কাশের বন!
প্রতি সপ্তায় কলোপ লাগাই সজীব রাখতে মন!!
একটু বাঁকা হয়ে হাঁটি, হাড় হয়েছে ক্ষয়!
নেচে নেচে চেষ্টা করি মনটা করতে জয়!!


গায়ে চড়াই রঙিন জামা একটু হাসি খুক!
পাউডার দিয়ে চামড়া ঢেকে মিটাই মনের ভুখ!!
আমার টাকায় আমি করি তোমরা হাসো ক্যান?
কেন করি? ভাবো তোমরা বসে করে ধ্যান।


গোপন কথা বলেই ফেলি হাসবে না হয়, বেশ!
হয়তো মনের খোরাক পাবে থাকবে খানিক রেশ।
ও পাড়ার তরুণী ক্ষেন্তি বয়স নাকি ষাট!
আমায় দেখে বলে কিনা মস্তবড়ো ভাট!!


তাই তো আমি পণ করেছি তরুণ সেজে রোজ,
ওদের পাড়া দিয়ে যাবো করতে বিবি খোঁজ!
বুঝতে পেরে ঝাঁটা নিয়ে ক্ষেন্তি পিছে ধায়!
ধপাস করে প'ড়ে খুড়োর কোমর ভেঙে যায়!!


১২/০৪/২০২২ ইং