মামদো ভূতের ছোট্ট ছানা
                ধরল ভীষণ ভাও,
যাবে না সে চড়ায়-বড়ায়
                পুড়ছে রোদে গাও।


মা বকে কয় ঘরে বসে
               কেমনে খাবার পাবি?
খিদের জ্বালায় জ্বলবি যখন
               অমনি ছুটে যাবি।


অশ্রুভরা কাতর চোখে
              বলল কেঁদে ছানা,
হাঁটতে আমার ভীষণ কষ্ট
              দাও না এনে ডানা।


কষ্টে হেসে মা ভূতে কয়
              আমরা গরিব ভূত,
এমন বায়না ধরতে পারে
              ব্রহ্মদৈত্যের পুত।


আমার মতো গরিব ভূতে
              জোগায় ওদের টাকা।
তিন বেলা খায় পলান্ন ভাত
              আমাদের পেট ফাঁকা।


ওদের আছে বিত্ত পাহাড়
              ওড়ে নকল ডানায়,
ঠান্ডা মারা হিমেল ঘরে
              মত্ত হয়ে ঘামায়।


ওসব বায়না ছেড়ে সোনা
              এসো আমার সাথে,
কষ্ট করেই খেতে হবে
               নয়তো মরবে ভাতে।


২৩/০৩/২০২১ ইং