যে থাকার সে অকারণেই থেকে যাবে
মিথ্যে মায়ার প্রলোভনে আর কিসের প্রার্থনা?
নিভে যাবে বাতি, মিলে যাবে আলো কালোয়
পুষ্ট অধরে না কেউ করবে উষ্ণ অভ্যর্থনা।।


তুই বরাবরই শাসক ছিলি
আমি অভিষ্যন্দী মতন ছিলাম মৌন বিদ্রোহী,
টুটে গেছে কাচ, চুকে গেছে বেনামি সম্পর্ক আর
পাওনা করের হিসেব মেলানোর নেই জবাবদিহি।


সতেজ নির্মল পাতাও যেখানে ঝরে পড়ে
মরমরে শব্দে চামড়া কুঁচকানো এক অপেক্ষা মাত্র,
সময়ের অজুহাত ছিলো ঠিক সময় নিয়েই
রয়েছি গুরুত্বের বাইরে আজো অবহেলার পাত্র।


তুই বরাবরই শাসক ছিলি
আমি মৌন বিদ্রোহী ছিলাম নিজের মত করে
হৃদয় ভেঙ্গেছে যার তার আবেগ মিশেল কিছু নেই
তাই আর না হবে বলা যত কথা চিন্তা জুড়ে।।


আমি হয়তো কেউ ছিলামই না
প্রগাঢ়তা ঠোঁটে যা ছিলো নাম মাত্র দায়িত্ব নিতে -
অন্ধের আবার রাত দিন পার্থক্য কোথায়
তাই পেরেছিলি ছুঁই ছুঁই হাত স্পর্শ হঠাৎ ছেড়ে দিতে।।


একা থাকার অভিজ্ঞতা আছেই তো আমার
তাই আলগোছে আবার একা হওয়ার কি ডর ভয়
আক্ষেপ পুষি আর চাই না পুষি কি এসে যাবে?
পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর পাইনা সময়।।


পরিশেষে ভালো থাকিস।


#JD