অপব্যবহার.......


প্রান্তিক মনে অনুভূতি গভীরটায়
প্রাণোচ্ছল যতটা হাসি থাকার ছিলো--
আকস্মিক প্রবাল ঘিরে পদ জোড়ায়
অবান্তর মোহ তবু যে পাখা মেললো!
উড়ে গিয়ে উচ্ছ্বাস নেহাৎ অকপটে'
দাম্ভিকতার সীমা তার সর্বোচ্চ চূড়া,
বাঁধা নাও, আরোহীশূন্য নদীর তটে
পদছাপ গিলেছে তার বালির গুঁড়া।।


নিস্তব্ধতাও এগিয়ে আসে নির্নিমেষ
উড়নচণ্ডী বেশভূষা শেষ তো ক'বে--
গোল্লায় কাটিয়ে সময় শুধিয়ে বেশ
শীর্ণকায় জীবনে বল আর কি হবে?
আজি বিবরে তো ফতুর সব খুইয়ে
সময় হারিয়ে গেছে নিপাট সময়ে।।


কলমেঃ রনি পারভেজ (#JD)