অপরূপা


সময়কাল 01.12.2016


অপরূপা তুই তো রূপের দেবী
আমার মনভোলা মনের মন্দিরে
সাজ সকালে হয়ে অচিন কবি
মন ডুবতে চায় ও রূপের গভীরে ।।


জানি স্নিগ্ধ চোখে তোর কাটেনি ঘুম
তবু পৃথিবী জেগেছে শুনে পাখির ডাক
আলোর বেশে তাই দিই কপালে চুম
খোঁচ মেললি আচমকা তাই হলাম অবাক ।।


ঠোঁট বাঁকিবে ক্ষাণিক অভিমান হয়ে
আমার বুকটাকে বালিশ বানালি শেষে
ছুটব কি আর আড়মোড়ার অভিনয়ে
উল্টো হাত বুলালাম মেঘ কেশির আকাশে ।।


বিরক্ত হয়ে শেষে উঠেই দাঁড়ালি
টেনে নিলি পর্দা খুলে জানালার
শীতল কুয়াশা জড়াতেই যে পালালি
ফিরেই আসলি ছুটে বুকেতে আবার ।।


কি আর করি চেয়ে রইলাম শুধু
দেখি আলসেমি ভড়া তোর মায়াবী মুখ
তুই তো দেবী হয়ে আমার বধূ
জড়িয়েই থাকিস সারাটা বুক ।।


লেখকঃ রনি পারভেজ (#JD)