হোকনা সাক্ষী এই বিস্তর সবুজ প্রাঙ্গণ
শ্রাবণ মেঘের বৃষ্টিতে সদা সিক্ত যখন,
চনমনে বাতাসে কেমন নাচনী তার আপন উচ্ছ্বাসে
প্রকৃতির এই রুপ এঁকেছি রঙ তুলি দিয়ে ক্যানভাসে।।


সূর্য এখন পাটে উঠেছে; খানিক বাদেই অস্ত তার
গোধূলি গড়িয়ে সন্ধ্যে এলো সঙ্গে করে রঙবাহার,
কোথাও জ্বলে জোনাক পোকা; ঝিঁঝির ডাকও টালমাটাল
হোকনা সাক্ষী জ্যোৎস্না চাঁদের, কথা সঙ্গী হয়ে আজকাল।।


সাক্ষী হোক এই নিরব কথন, দুচোখ জুড়ে ক্লান্তির ঘুম
ঘুম কাতুরে স্বপ্ন মাঝে আলতো দিয়েছি তার কপালে চুম,
দুচোখ ভরা নালিশ নিয়েই - করবে বুঝি এখনই খুন!
মুষ্টি ভরা কয়েক কিলে নিভে গেলেই হয় ক্ষোভ আগুন।।


এক রমণীর প্রণয়ে খুন হওয়ার সাক্ষী হতে বলছি
তার খোলা-পদের ছাপ অনুসরণে বালিপথ চলছি,
পালিয়ে বেড়ায় জ্বালিয়ে শুধু, আচমকা মারে আঁখি বাণ
তিলোত্তমা সে রাজকন্যা অব্যর্থ ভাবেই কেড়েছে প্রাণ।।


আমি জানি আমি খুন হয়ে যাবো; মিলিয়ে নিও শেষটা
হবও না কেনো? এক জীবনে ভালোবেসে মেটেনি তেষ্টা।।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০১/০৯/২০১৯