আমাকে সে আমার মত করে ভালোবাসুক
ওষুধ খাওয়ার তিনবেলা নিয়ম কে মানতে বললো?
নিজেকে আকস্মিক গুটিশুটি করে ফেলার মুহূর্তে
সন্তর্পণে হাওয়ায় মিশে নাহয় পায়ে পায়ে এগিয়ে চললো।
পৃথিবীর সমস্ত নিরবতা নিয়ে যখন অন্যমনস্ক হবো
আজগুবি কথায় মান ভাঙ্গাক; চাঁদ চুরি হয়ে গেছে আজ,
একটা অভয়ারণ্য দিক আমার হাসিমাখা কান্না  লুকাতে
যেখানে দাপিয়ে বেড়াবো নিজের মত গচ্ছিত রেখে লাজ।


আমাকে সে আমার মত করে ভালোবাসুক
স্বাধিকার প্রশ্নে যার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিলনা এমন
ছেলেমানুষী সামলাতে বাবার প্রতিচ্ছবিই হোকনা
ভুলগুলোকে হাত ধরে ধরে শুধরে দিক না করে শাসন।
সে শুধু আমারই হোক শাড়ির আঁচলের মত দায়িত্ব নিতে
কাজল হয়ে বসে থাকুক চোখে পাতায় দিব্যজ্ঞানে
স্বপ্নের বন্দরে যেতে আমার জাহাজের পাঞ্জেরী হোক
নির্ভেজাল মানুষ হোক নিয়তির লেখা অভিধানে।


আমাকে সে আমার মত করে ভালোবাসুক
আমার ত্যক্ততায় বিরক্ত না হয়ে একটু সোহাগী হোক,
না না বাহানা খুঁজুক আড় চোখের ভাষা পড়তে
গায়ে না মাখুক এত চটকদার মন্তব্য বলেছে পাড়ার লোক।
আমি নিজেকে জলাঞ্জলি দিব মরুভূমির বুকে
বাঁকা ত্যাড়া যাই হোক সম্পূর্ণভাবে যেন সে আমার থাকে,
একটা মানুষ হোক ঠিক মানুষ পরিচয়েই
নিয়ম নৈতিকতা বাহিরে হলেও পেতে চাই তাকে।


আমাকে সে আমার মত করে ভালোবাসুক।


লেখকঃ রনি পারভেজ (#JD)
স্বত্বাধিকারীঃ সায়মা জাহান