ভেঙ্গে পরা এ নিশ্বাসে তাই-
নারাজ আমি যেন নিজেরই উপর'
বুকের কাছে বাজে আওয়াজ একটাই
না শুনেছে চিৎকার কেউ নিয়েছে খবর!


যাচ্ছেতাই ঘটে হরদম-
বেকুব সে দেখেছে কোথা চোখের জলে।
হয়তো একা হ্যাঁ একাই একদম -
নিষ্প্রাণ মনে না অজুহাত চলে।


ভালো থাকা না সেজেছে কোনোদিন,
অক্লান্ত চেষ্টা বৃথাই কাউকে ডেকে বারংবার।
জানি মনে রবে, মনে পরবে একদিন
শুধু খুঁজে পাওয়া দুষ্কর ইচ্ছে হাজার।


আঙ্গুল ফাঁকে পরে যাওয়া কিঞ্চিৎ আবদার!
মহামূল্য হবে সেদিন খদ্দের থাকলে হয়!
কাঁচ ভাঙ্গা শেষে আফসোস কি তার-
কেনো নিজে থেকে নিজেকে হারানোর ভয়?


লেখকঃ রনি পারভেজ (#JD)