কতকাল আমি হেঁটেছি বিরান প্রান্তরের মাঝে'
সোনালী অতীত আঁকড়ে সে পেঁচিয়ে স্বর্ণলতায়
রুষ্টতায় মর্মাহত স্বঘোষিত শ্রেষ্ঠত্বের তাজে
কি আর করি, বিমূর্ত রূপে অপরাধী অবেলায়-
সমীচীন ছিল কত কি; আফসোসে বুড়ো আঙুল
কালক্ষেপণ মুখরোচক সাধের; তাই অগত্যা
সময়-জ্ঞানে পিছিয়ে পরেও না শুধরেছি ভুল।
জীবনের অংশেই নিজে নিজেকে করেছি হত্যা!
আত্মহননের দায়ে কেউ করবেনা অভিযুক্ত-
হক আদায় না করলে অন্তিমে ছাড়েনা স্রষ্টাও!
আমুদে বাতিকগ্রস্ত হওয়া সেটা ছিলোনা পোক্ত,
লাল কালিতে কাটাছেঁড়া করে খাতার শেষটাও।
প্রাপ্তির তাকে ধুলোর আস্তরণে কি আর দেব ফুঁ
হ্যাঁ অপরাধী, চির অপরাধী ক্ষমা করবে প্রভু?


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২২/০৩/২০২২