কিছু ভালোবাসা উড়ে নগরের আকাশে বাতাসে
কিছু আমি মিশে আছে তোর নিঃশ্বাসে প্রশ্বাসে।
আঁড়চোখ তোর না জানে আমায় ধ্বংসের লীলা
আমি জ্বলে ছারখার অপেক্ষার গোধূলি বেলা।


তব তুই কেনো জানি হেয়ালির থোকা হলুদ
একপাশে দাবী তুলে চাস ভালোবাসার সুদ।
নীলের আভা ছড়ায়ে আলো রাস্তার পাশ
ভেবে না পাই আমার আমাতে তুই ঠিক কি চাস।


গাড়ির হর্ণে চেতন ফিরে মাথা ঝাঁকি দিয়ে
ধোঁয়ার টানে চিন্তিত দাঁড়ানো স্বপ্ন নিয়ে।
নিদ্রার মাঝে স্বপ্ন হতিস ভাবতাম না আর
জাগরণের স্বপ্নে বুঝা শেষ আমি কার।


জীবন হারিয়ে তোর অনুভূতির কারাগারে
বিরুপ থাকিস শুধু শুধু নিজের বাহারে।
অতীত নিয়ে উৎকণ্ঠা তোর তাই মনটা ম্লান
আমি আছি দাঁড়িয়ে হতে দিবি বর্তমান?


লেখকঃ রনি পারভেজ  (#JD)
© স্বত্তাধিকার সংরক্ষিত