বিষয়টা আপেক্ষিক এক দ্বন্দ্ব হবে
সর্বত্র কেমন নিজের সাথে নিজের অমিল,
আকাশ জুড়ে নীলশূন্য বিষন্নতা
স্বপ্নবেদির উল্লাসে ডানা মেলে গাঙচিল।।


চিন্তা নিয়েই আলিঙ্গন শুধু ভাব বেপরোয়া
পায়ের নিচের মাটি অন্যের হলে যা হয়,
বলি আমার কি আছে!
আমি কার জন্য লড়বো হে মালিক মহাশয়?


আপনি বিধাতা, শ্রেষ্ঠত্বের অধীশ্বর
আপনার স্থান তো নাট্যমঞ্চের চরিত্রে নেই,
মহাকালের রচনার রচয়িতা ওহে কবি,
এই ভ্রান্ত মানবের চরিত্র পিষছেন স্বভাবেই।


আমি কি আর চাইবো পরিচয় ছাড়া
ভাসা পানার মত আমায় আর ভাসাবেন কত কাল?
বাহ্যিক প্রাপ্তির তুষ্টতা কি মনের প্রশান্তি?
তা না হলে বলে দেন হয়ে যাই জঞ্জাল।


স্বপ্ন ভরে জাহাজ দিয়ে নাবিক চরিত্র
তলা ফুঁটা পানির স্রোতের সারমর্ম-ই বা কি?
ডুবিয়েই যদি মারতে হবে, সহজ মৃত্যুতে কি আর-
গর্ভেই চুপ করিয়ে দিতেন জানতাম না আলো কি!


লেখকঃ রনি পারভেজ JD
সময়কালঃ ২৮-০৬-২০১৯