আমি বহুবার প্রেমে পড়েছি_
কেনো জানি ভালোবাসতে পারিনি একটি বার,
প্রেম ভালোবাসা যদি একই হবে
কেনো দিন শেষে, আঁধার কালোয় হই জ্বলেপুড়ে অঙ্গার?


প্রেমিক পুরুষ প্রেমে পড়েছে বহুরূপী প্রেমিকার
প্রেম প্রণয়ের ধরাধাম তাই চোখে লাগে বেশি,
ভালো যে বাসে তাকে কি বলে?
একা ভালোবেসে যে মর্গে শুয়ে, তার লাশেরা প্রতিবেশী!


দেহের নিস্তেজে প্রেম মরে যায়
সঙ্গী বিয়োগে তাই ধরা যায় অন্য কারো হাত,
আত্মার অস্তিত্বে বিরাজমান বাস্তবতা মেনে
ভালোবাসা টিকে যায় অসীমে অকস্মাৎ।


যদি জানতে দূর থেকেই কি পরিমাণ ভালোবাসি
কাছে থাকলে ধৈর্য হতো না, একটু হিসেব করতে-
সুন্দর জমিনে মানুষ সতত ঘুরার জন্যে যায়
এমন কে আছে বলো যে ছুঁটে বসতি গড়তে?


এক জোড়া বিশ্বস্ত হাত আঁকড়ে নেব শুধু
যেন তা অনন্তকাল আমার অপেক্ষায় বৃদ্ধ হয়ে যায়,
আমি তার- সে আমার স্বীয় স্রষ্টার বিধান অনুপাতে
তব তারে পাইনা খুঁজে, কেনো মিলেনা সহসায়!


কত সম্পর্ক অকালে অযাচিত অশোভন নিয়মে
দিন শেষে মনের আর্তনাদের আক্ষেপ পূর্ণতা পাক,
অধিকারের দাবিতে স্বাধিকার বুননে
শহর থেকে যত বিচ্ছেদ সব মুছে যাক।।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ  ০৭/০২/২০১৮