আছে কি তার রঙের বাহার
বিবর্ণ সে সচ্ছ ঝর্ণার জলে,
বিরান শোকে নুড়ির বুকে
কত পেড়িয়ে পথ মৃদু কল্লোলে।
জাগ্রত প্রাণ এক আকাশ সমান
ছুটছে সে খুঁজে নিতে ঠিকানা,
জানা নেই দূর কোথা সমুদ্দুর
অবেলায় হারানো দুরন্তপনা।
হবে না সঙ্গী কথার ফিরিঙ্গী
ব্যবচ্ছেদ ঝাপটে আছে সবটায়,
এই ক্ষত যার ব্যাথাটা তার
নিশ্চুপ সে নীল বেদনায়।
পথের বাঁকে ঠিক ঝাঁকে ঝাঁকে
তাচ্ছিল্যের সুরে কথার খঞ্জর,
কিচ্ছুটি না তবু সেই দুটানা
স্বাধিকার প্রশ্নে আমিই আমার পর।
ডুবে যাবে বেলা সময়ের খেলা
শান্ত গতিতে হারাবে তামাম,
মিলে যাবে নোনাজল এতসব কোলাহল
শূন্য সে স্রোত যার চুকেনি দাম।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৫-০৮-২০২২