নিঃশব্দ দাবাড়ুর কৌশলী চাল
তবু দেখোনা- মাঝখানে মন্ত্রী খসিয়েছি!
চেক-মেক রটে গেলে কি আর ধৈর্য্য?
জেতার তেষ্টায় পথিমধ্যে কত আপন হারিয়েছি।।


বিরাণ পথের দু-পাশে ধানের জমি_
পেড়িয়েছি পথ তাও যুগ দুই শেষ,
বয়েস কি আর থেমে থাকে কালের অপেক্ষায়?
তবু ছেলেমানুষী পিছু ছুটে নির্নিমেষ।।


বিবর্ণ শহরটায় এত এত সাদামাটা মানুষ
ঠিক যাযাবরের মতই সবার সাথে পরিচয়,
পরিচয়ই থাক না; সম্পর্কে জড়িয়ে কি হবে?
বিনি সুতোর মালা সে যে স্থায়ী নয়।


পাশ কাটিয়ে কত গেলো সামাজিকতা
অনিচ্ছুক মনের উপর অমূলক দায়িত্ব দিতে,
অন্য স্বত্বার যত্ন নিতে লাভ কি দিয়ে চাপ?
কচুরিপানা না যাবে আর স্রোতের বিপরীতে।


স্বর্ণলতার পেঁচানো মতন ঘর বাঁধার বেলায়
যাযাবরের স্বর্গ স্বপ্নেই ব্যাবিলন শহর,
আজকের পৃথিবীর কে না জানে সে ধ্বংসস্তুপ?
আবেগ বেচা সম্পদই আজ নিঃসঙ্গ প্রহর।


লেখকঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৮-০২-২০২২