সিগারেট টাই সঙ্গী আমার নির্ঘুম রাতে
একটা শেষে আরেকটা জ্বালাই পুড়ে হাতে হাতে,
ধোঁয়ার রেশে বিষের বাতাস বুক ভরে নিই
জ্বালাই নিথর নিজের স্বত্তা নিজের হাতেই।।


কাল ক্ষেপণ পুড়িয়ে কাঠি আগুন শলাকায়
সিগারেট আমি জ্বালাই আর কষ্ট আমায় জ্বালায়,
দ্বি-স্তর বেধে ফুসফুস সে হয়রান বুঝি!
মন পুড়া কিছু ছাইয়ের ভীড়ে স্বপ্ন পুঁজি।।


কি আর হবে পুড়বে তামাক সে গাছের পাতা
মনটাও পুড়ে কি তার উপমা ঠিক মিষ্টি তিক্ততা,
উড়িয়ে ধোঁয়া সে কালো ঠোঁটের ব্যস্ততার রেশ
নির্ঘুম আমি কি আর করি ঘুমায় পরিবেশ।।


.........লেখকঃ রনি পারভেজ (#JD)
Created on 05.03.2018