অঘোষিত যুদ্ধ কেনো হবে
যেখানে সরেজমিনে মহড়ায় নেমেছে নিয়তি;
আমিও প্রলাপ বকতে আসিনি রণক্ষেত্রে
সর্বাধিনায়ক বলেই রণকৌশলী মত ভেবে রেখেছি ক্ষতি।
তুমি দামামা বাজালে আমি বসে থাকবো না!
সমর বিদ্যায় সিদ্ধহস্ত তুমি আমি নিধিরাম;
অসম হোক কি এসে যায় তাতে
তুমি অদৃশ্যের অশরীরী আমি বাস্তব উদ্দাম।
প্রতিপক্ষ মানলে সর্বশক্তিতে এসো
চক্রব্যূহের কৃষ্ণগহ্বর তোয়াক্কা করেনা তারার বিশালতা!
আমি কতটা বিধ্বংসী নিজের অবস্থানে
প্রভাব বলয়ে বিলিন জেনে রেখো সৈন্যের আধিক্যেতা।
শুধু সংখ্যা নিয়েই তাচ্ছিল্যের সুর
আগে সামনা করতে আসো দিলাম যুদ্ধের ঘোষণা,
তুমি যেই হও যেমনি হও যেদিক থেকেই আস
রণক্ষেত্রে উপস্থিত দেখে পলায়ন করো না।



কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৪/১১/২০২২ (সন্ধ্যায়)