একটা আয়না ছিলো



একটা আয়না ছিলো
নিজেরই প্রতিবিম্ব ভেঙ্গচি কাটতো হরহামেশাই,
একটা আয়না ছিলো
হাসির খোরাকের জোগান দিতো সহসাই।।


কোনো ভূ-কম্পনের জেড়ে নয়, হাত কেঁপে গেছে
নির্নিমেষ চৌচির হলো সেই আয়না তৎক্ষণাৎ,
ব্যথার বুকে ছলো চোখে আক্ষেপ পুষে পুষে
প্রলেপ পাইনি এতটুকু যে মুছবো আঘাত।।


একটা আয়না ছিলো
টুকরো আয়নায় শত বিম্ব যেন আমার শত রুপ,
পরিবৃত্তের মাঝে অবিকল একই রকম দেখতে
নিজে নিজেকেই চিনিনি ছিলাম এতটাই বেকুব।।


আমি ভাঙ্গা আয়নায় আত্মজার পরিচয় পাই
ভেঙ্গে গিয়ে বুঝেছি চাইলে সব সম্ভব,
বিশালতায় না অল্পতেও নিজের অস্তিত্ব খুঁজা যায়
এত খুদ্র মিলেমিশে তবেই না বাস্তব।।


একটা আয়না ছিলো
বাস্তবে সে হাজারটা হয়ে গেছে।।


লেখকঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২২/০৭/২০২০


© স্বত্বাধিকার সংরক্ষিত