তুমি না হয় এমনটাই থাকো
সুবিশাল আকাশে নীল রঙের ছটা হয়ে
তুলোর মেঘের পালে হাওয়া দিয়ে
কাঁশফুলের কোমলতায় থেকে যাও মনের লোকালয়ে।


আমি খুব করে ডুবে থাকবো ডাগর আঁখির মাঝে
হালকা সাজে সজ্জিত থেকো দিন কিংবা রাত,
শাড়ির আঁচল নিয়ে খেলতে খেলতে যেন
দৃষ্টি থেকে লুকিয়ে না যায় মেহেদি রাঙা হাত।


একটু না হয় উদাসীন হলে চুল বাঁধার বেলায়
আমার যে এলো চুলে হাত বুলানোর সাধ,
পায়ের নিঃশব্দ নুপুরের কি দোষ দেবো
আমি তো হাতের চুড়ির ঝংকারেই উন্মাদ।


কতবার বলি তাকিওনা আড়চোখে
হেসো না বেখেয়ালির মতন আমায় বারবার করতে খুন,
প্রজাপতির ডানার সেই রহস্যময় নকশার মত
এত মুগ্ধতার মোহজালে আমি তছনছ বহুগুন।


তুমি না হয় এমনটাই থাকো
গোধূলির আলোয় আলোময় হয়ে
প্রসঙ্গ হীন আজগুবি কথাবার্তার দোকান খুলে
খাপছাড়া অভিমানের বৃথা অভিনয়ে।


তুমি তিলোত্তমা আমার
চিবুকের তিলে বাঁধা পড়ি তাকানোতেই যা
পাওয়া না পাওয়ার হিসেব সে দূর, ভুলে যাই সব
প্রশান্ত হয়ে যাই মুখটা দেখে সোনায় সোহাগা।


দাপিয়ে বেড়াতে বারণ কি আর
লালিত যত্নের যত প্রেম সবটা তোমার নিয়ে যাও
মাঝেমাঝে হৃদকম্পন কান পেতে শুনো
শাসন করো পাগলটারে যেভাবে তুমি চাও।


🙂
#JD
১২-০৫-২০১৭