হৃদয়পুঞ্জে স্বপ্নীল আকস্মিকতা
আমি জানি না কখন কি ঘটে যাবে,
আমি স্বেচ্ছাচারী  হয়ে দোষী স্রষ্টাকে
যিনি রূঢ় নিয়তির ছলে ঠকিয়েছেন শৈশবে।
হ্যাঁ আমি অপরাধি আঙ্গুল ডগার হুংকারে
তব সৃষ্টি হেতু আমার কি ক্ষমা নেই?
এই সওদার বাজারে লাভ লোকসানের নয়
নিজের স্রোতে ফিরতে চেয়েছি তোমার দরবারেই।
অবহেলা আর ব্যর্থতার শেকলে বেঁধে
জীবন অতিবাহিত করার ইচ্ছে নেই আমার,
মনের শান্তি চাই' বিধাতা তুমি শুনো না?
ক্ষমা প্রার্থী আমি - আমায় ক্ষমো প্রভু এবার।
রণে পাঠিয়ে অস্ত্র দাওনি আমার, কেনো?
হেরে যেতেও দিচ্ছনা আপন মহিমায়,
আমি ছত্রছায়া পাইনি মহামূল্য হলেও
তব পৌঁছে দাওনা ভালোবাসার ঠিকানায়।
অবচেতন স্বত্তার অত্যাচার আর পারছি না নিতে
ক্ষমো হে মালিক আমার ক্ষমা করে দাও,
সুন্দর পৃথিবীটা আজি কারাগার হয়ে আছে
পথপ্রদর্শক কিছু আলোর দিশা দাও।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২২/০৭/২০১৯