সভ্যতার প্রতি


সভ্যতা; তুমি আজ পরাজিত-
তোমার অভিনবত্ব সত্যিই আর টিকতে পারেনি,
বাজিমাতে আজ ছোট্ট বায়ুকোষ, তুমি স্তম্ভিত
ধর্ম-জাত-বর্ণ বলি কাউকেই তো ছাড়েনি!


ও সভ্য মানুষ; কোথায় আধুনিকা?
দেখে নাও মৃতের মিছিল একদম নিঃশব্দে -
বাহারি আগ্নেয়াস্ত্র হাতাহাতির পরমাণু ক্ষিপ্রতায়
খেলা শুরু হতে না হতেই হেরে গেলে প্রথমার্ধে।।


তোমার প্রলোভিত বিত্ত আজ কোথায়?
আত্ম অহমিকার প্রাচুর্য ছেড়ে ঢুকে গেছ ইঁদুর গর্তে!
সওদার বাজারটাও মিলিয়ে গেল নির্নিমেষ হাওয়ায়
লাশের সৎকার! সম্পর্ক ঘুচায়ে না আর গেলে ধরতে!


তুমি বড্ড একা, শেষ দিবস মেনে নাও এটাই
দুই উদয়াচল - অস্তাচলের মালিক যে বিমূঢ়,
আযান হয় জামাত নাই, কা'বা শূন্য তাওয়াফ নাই
তুমি যে সভ্য মানুষ আলো ছেড়ে চলে গেছো বহুদূর।।


আজ তামস রাত্রে ভয়ার্ততায় ক্ষমা চাও
নিজের উপার্জন ভোগ করতে কেমন লাগে সভ্যতা?
পরম স্বত্বায় বিবাদ করে তুমি কি পাও?
পাপ প্রলয়ে আর দেখিও না ধৃষ্টতা।।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১১-০৪-২০২০ করোনার লকডাউন এবং মৃত্যুর মিছিলের ওই সময়টায়।